Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র নয়, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রকৃত শক্তি: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২২:১৯

নাগরিক ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা

ঢাকা: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অস্ত্র নয়, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রকৃত শক্তি। এটা ইতিহাস আমাদের শিখিয়েছে। পুলিশ যদি সত্যিকার অর্থে জনগণের পাশে থাকে, তবে তারা ভয়ের প্রতীক নয়, বরং হয়ে ওঠে ভরসার আশ্রয়। তাই পুলিশ হতে হবে জনগণের জন্য।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, পুলিশের প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি তখনই ইতিবাচক হয়, যখন তারা দেখে এই বাহিনীটি কেবল আইন প্রয়োগ করছে না, বরং জনগণের অধিকার রক্ষা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার দায়িত্ব নিয়েছে। ‘জনতার পুলিশ’ মানে শুধু একটি পরিচয় নয়-এটি একটি দর্শন, যা নিরাপত্তার সঙ্গে সঙ্গে জনমনে আস্থা, শ্রদ্ধা ও সম্মান গড়ে তোলে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, আমাদের বুকে হাত দিয়ে স্বীকার করতে হবে, পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। পুলিশ যেই আইনে চলে সেখানে পদে পদে সমস্যা আছে। এসব বিষের মাঝেমধ্যে আলোচনা করা উচিত এবং খোলাখুলি আলোচনা হওয়া উচিত।

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে, অনেক বিষয় পরীক্ষা-নিরীক্ষা দরকার। যদি এই কথা বলা হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে পুলিশ কীভাবে কাজ করবে। যাদের সুবাদে আমরা আজ কথা বলতে পারছি, সেটা কতদিন বলতে পারবো তার কোনো গ্যারান্টি নেই।

বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ড. সলিমুল্লাহ খান। মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, লেখক, খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, অর্থনীতিবিদ, সাহিত্যিক, শ্রমিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিশিষ্ট নাগরিকদের মধ্যে আলোচনার অংশ নেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান, দুই সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম ও নুরুল হুদা‌।

সারাবাংলা/এমএইচ/এইচআই

আইজিপি নাগরিক ভাবনা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম রাজারবাগ পুলিশ লাইন্স