Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএইচএস মোটরস আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২২:৪৫

‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি উদ্বোধন

ঢাকা: ডিএইচএস মোটরস দেশের বাজারে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদারও। এর মধ্য দিয়ে ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর আইসিসিবিতে ঢাকা মোটর শোতে এই খ্যাতনামা ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জিএসি এর কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ এবং রেমন ওয়াং।

বিজ্ঞাপন

বাংলাদেশে জিএসি এর যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে তা হলো জিএসি ইএমকেওও, একটি কমপ্যাক্ট এসইউভি; জিএসি ইএমজোম, একটি ছোট এবং স্পোর্টি এসইউভি; এবং জিএসি ই৯, একটি বিলাসবহুল এমপিভি।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে ডিএইচএসের দেশের অটোমোবাইল শিল্পকে আরও শক্তিশালী করল।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসি এর ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনাও করছে। এ ছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

গাড়ি চীন জিএসি ডিএইচএস মোটরস