আলুর দাম কেজিতে ৮-১০ টাকা কম নির্ধারণ, চাষিদের প্রতিবাদ
১ মে ২০২৫ ২৩:০২
টাঙ্গাইল: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) গতবছরের চেয়ে এ বছর আলুর দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কম নির্ধারণ করার প্রতিবাদে ধনবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আলু চাষীরা।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর নলহরা বাসস্ট্যান্ডে ধনবাড়ী ও মধুপুর বিএডিসি জোনের চুক্তিভিত্তিক আলু চাষীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বিএডিসি আলু বীজ কৃষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ শামছুদ্দৌহা তাপস, বিএডিসি মধুপুর জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সাধারণ সম্পাদক এফ আর মুকুল হোসেন, বিএডিসি মালতী জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান স্মরণ, বিএডিসি মালতী জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সদস্য রুবেল ফকির, নয়ন তরফদার, মধুপুর জোনের চাষী আব্দুস ছালাম ও সেকান্দর আলী প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে চাষিরা জানান, আলুর দাম কম নির্ধারণ করায় তাদের উৎপাদন খরচ উঠছে না। ফলে তারা ক্ষতির মুখে পড়বে। তাই প্রতিকেজি আলুর দাম ৩৫ থেকে ৩৭ টাকা নির্ধারণের দাবি জানান চাষিরা। যদি আলুর দাম বাড়ানো না হয় তাহলে আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় এলাকার বিএডিসি’র চুক্তিবদ্ধ সকল চাষি উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম