নাটকে নতুন মোড়, আনচেলত্তির জন্য অপেক্ষা করবে ব্রাজিল
২ মে ২০২৫ ১০:০৫
দুদিন আগেই জানা গিয়েছিল, ব্রাজিলের কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন কার্লো আনচেলত্তি। কিন্তু ৪৮ ঘণ্টা না পেরোতেই নাটকে এলো নতুন মোড়। ইএসপিএন বলছে, এখনই আনচেলত্তিকে পাওয়ার আশা ছাড়ছে না ব্রাজিল। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচকে দলে ভেড়াতে মে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে যাচ্ছেন আনচেলত্তি, গত দুই মাস ধরেই শোনা যাচ্ছে এমন খবর। এপ্রিলের শুরুতে জানা গিয়েছিল, আগামী জুনেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। তবে গত সপ্তাহের শেষভাগে জানা যায়, এক্সিট ফি নিয়ে দ্বন্দ্বে ব্রাজিলে আসা হচ্ছে না তার।
নাটকের অবশ্য এখানেই শেষ নয়। ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তিকে পাওয়ার আশা এখনই ছাড়ছে না ব্রাজিল। আগামী ২৬ মে পর্যন্ত তার জন্য অপেক্ষায় থাকবে সেলেসাওরা। এর মধ্যেই লা লিগায় নিজেদের বাকি ম্যাচগুলো খেলবে মাদ্রিদ।
২৪ কিংবা ২৫ মে বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে রিয়াল। সেই ম্যাচই হতে পারে আনচেলত্তির বিদায়ী ম্যাচ।
২৬ মে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। এই ঘোষণার সঙ্গেই আসতে পারে নতুন কোচের ঘোষণাও। আনচেলত্তির সঙ্গে এর আগেই সবকিছু ঠিকঠাক করে ফেললে সেদিনই তাকে কোচ হিসেবে দায়িত্ব দিতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে ২৬ মে পর্যন্ত।
সারাবাংলা/এফএম