Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: উদ্ধার কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫ ১০:৫৭ | আপডেট: ২ মে ২০২৫ ১৪:৫৬

ইসরায়েলের দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে। ছবি: বিবিসি

ইসরায়েলের অগ্নিকাণ্ড ব্যাপকভাবে নিয়ন্ত্রণে এসেছে। বুধবার থেকে মধ্য ইসরায়েলের বিশাল অংশে ছড়িয়ে পড়া আগুন অনেকটাই নিভে গেছে বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ।

শুক্রবার (২ মে) বিবিসির প্রতিবেদন বলছে, জেরুজালেম ও তেল আবিবের মধ্যবর্তী লাত্রুন এলাকায় প্রায় ২০ বর্গকিলোমিটার (৭.৭ বর্গমাইল) জমিতে আগুন লেগেছে। ১৫০টিরও বেশি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানায়, ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে কমপক্ষে ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সম্প্রচারক কানের মতে, ১৭ জন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গরম ও শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে আগুন আবারও ছড়িয়ে পড়তে পারে।

আয়ালন ফায়ার স্টেশনের ডেপুটি কমান্ডার শ্লোমি হারুশ বলেন, ‘আমি ২৪ বছর ধরে এই পরিষেবায় আছি, এবং আমি অনেক অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়েছি। এতে কোনো সন্দেহ নেই যে এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে একটি।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগুনের প্রতিক্রিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং শত শত মানুষ তাদের ঘরবাড়ি খালি করে ফেলেছিলেন। কিন্তু জেরুজালেমের কাছাকাছি ১২টি শহরের জন্য এই স্থানান্তর আদেশ এখন প্রত্যাহার করা হয়েছে।

ফ্রান্স, ইতালি এবং স্পেনসহ দেশগুলি জরুরি অবস্থায় সহায়তা করার জন্য বিমান প্রেরণ করেছিল।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ফলে বৃহস্পতিবার ইসরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনের বেশিরভাগ সরকারি অনুষ্ঠান বাতিল করা হয় এবং বারবিকিউর জন্য আগুন জ্বালানোর ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল – যা এই দিনের একটি ঐতিহ্যবাহী অংশ।

জেরুজালেম এবং তেল আবিবকে সংযুক্তকারী একটি প্রধান মহাসড়ক এখন আবার খুলে দেওয়া হয়েছে। এই সপ্তাহের শুরুতে অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে যে রাস্তায় আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে লোকজন তাদের গাড়ি ফেলে চলে যাচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ আগুনের কারণ সম্পর্কে পরস্পরবিরোধী বিবৃতি দিয়েছে।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ বলেন, আগুন জলবায়ু সংকটের অংশ, যা উপেক্ষা করা উচিত নয়।’

নেতানিয়াহু অগ্নিকাণ্ডের জন্য অগ্নিসংযোগকারীদের দায়ী করেছেন এবং বলেছেন যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ইসরায়েলি পুলিশ পরে বলেছে যে কেবল তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তারা দাবানলের সঙ্গে জড়িত নয়।

সারাবাংলা/এমপি

ইসরায়েল দাবানল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর