Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারিশ্যা-দিঘীনালা সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১১:০৫

সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে চালক-মালিকরা।

খাগড়াছড়ি: চালককে মারধর করার প্রতিবাদে খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে চালক-মালিক ও স্থানীয় লোকজন।

শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে হঠাৎ যান চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় লোকজন এবং বিভিন্ন যানবাহন চালক ও মালিকদের উদ্ধৃতি দিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল বিকেল ৫টার সময় বাঘাইছড়ি- দীঘিনালা সড়কের ১১ কিলো নামক জুম্মবি আদম এলাকায় রাঙ্গামাটি থেকে মারিশ্যা ফেরার পথে একটি পিক আপ জীপ থামায় ইউপিডিএফ এর কালেক্টর সুবল চাকমা ও সোহেল চাকমা।

জীপ থামানোর পর যাত্রীদের নামিয়ে গাড়ির চাবি নেওয়ার পর গাড়িতে ভাঙচুর চালায় তারা। গাড়ি চালক মো. জিন্নাত আলীকে মারধর করে আহত করে তারা এবং তার পকেটে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্থানীয়রা চালক জিন্নাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গাড়ি চালক জিন্নাত বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার মহি উদ্দিনের ছেলে।

এই ঘটনার প্রতিবাদে জিন্নাত আলীকে মারধরের সুষ্ঠু বিচার ও গাড়ি উদ্ধারের দাবিতে আজ সকাল থেকেই যান চলাচল বন্ধ করে দেয় চালক, মালিক ও স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই বিষয়ে ইউপিডিএফ এর একাধিক নেতাদের কাছ থেকে কিছু জানা যায়নি।

সারাবাংলা/এসডব্লিউ

চালককে মারধরের প্রতিবাদ মারিশ্যা-দিঘীনালা সড়কে যান চলাচল বন্ধ