Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েলের সামরিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫ ১১:২১ | আপডেট: ২ মে ২০২৫ ১৪:৫৬

সিরিয়ার রাষ্ট্রপতি ভবনের কাছে ইসরায়েলের বিমান হামলা। ছবি: ডয়েচে ভেলে

ইসরায়েলি সেনাবাহিনী রাজধানী দামেস্কে অবস্থিত সিরিয়ার রাষ্ট্রপতি ভবনের কাছে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার (২ মে) ভোরে এ হামলা চালায় ইসরায়েল।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, সিরিয়ায় কয়েকদিন ধরে সুন্নি বন্দুকধারীদের বিরুদ্ধে দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর ইসরায়েলি বিমান বাহিনী এ হামলা চালায়।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সতর্ক করে দেওয়ার পর এই হামলা চালানো হয়েছে যে সিরিয়ার কর্তৃপক্ষ যদি দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হয় তবে তারা হস্তক্ষেপ করবে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘গত রাতে দামেস্কের রাষ্ট্রপতি প্রাসাদের কাছে ইসরায়েল হামলা চালিয়েছে। এটি সিরিয়ার সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা- আমরা দামেস্কের দক্ষিণে (সিরিয়ার) বাহিনী মোতায়েন করতে দেব না বা ড্রুজ সম্প্রদায়ের জন্য কোনও হুমকি হতে দেব না।’

নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার এই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তিনি দেশটির বিভক্ত অবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এটি সিরিয়ার ভেতরের রাজনৈতিক জটিলতা ও বিভক্তিকে আরও ঘনীভূত করতে পারে।

সিরিয়ার কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

সারাবাংলা/এমপি

ইসরায়েল ইসরায়েলের সামরিক হামলা ইসলাম মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য সংকট সিরিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর