Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে ওয়াল্টজকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫ ১১:৪৬ | আপডেট: ২ মে ২০২৫ ১৪:৫৬

জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন মাইক ওয়াল্টজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়েছেন। তাকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প ওয়াল্টজকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে তার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি মাইক ওয়াল্টজকে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করব।’

সিগন্যালগেট কেলেঙ্কারিতে ওয়াল্টজের ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান চাপের পর ওয়াল্টজ এবং তার ডেপুটি, অ্যালেক্স ওয়াং তাদের বর্তমান ভূমিকা থেকে পদত্যাগ করবেন বলে রিপোর্ট প্রকাশের কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা আসে।

এর আগে ওয়াল্টজ ভুল করে একটি চ্যাট গ্রুপে একজন সাংবাদিককে যুক্ত করার জন্য সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। যেখানে সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছিল।

জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে ওয়াল্টজের নিয়োগের জন্য এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

সারাবাংলা/এমপি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর