‘পহেলগাম হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে’
২ মে ২০২৫ ১২:৫৮ | আপডেট: ২ মে ২০২৫ ১৪:৫৬
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে যারা হামলার পরিকল্পনা ও পরিচালনা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (১ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এক্স-এ একটি পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ কথা বলেন।
জয়শঙ্কর বলেন, গত সপ্তাহের ২২ এপ্রিল কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত। আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা চলছে।’
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুবিও বুধবার পৃথক টেলিফোনে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ও উত্তেজনা কমাতে একে অপরের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ভারত কাশ্মীরে সংগঠিত সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে, যা ইসলামাবাদ অস্বীকার করে।
এর আগে মঙ্গলবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রুদ্ধদ্বার বৈঠকের পর সেনাবাহিনীকে প্রতিশোধ নেওয়ার জন্য ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দিয়েছিলেন বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে, ভারত যেন ‘বাগাড়ম্বর বন্ধ করে দায়িত্বশীল আচরণ’ করে।
সেনাপ্রধান জেনারেল অসীম মুনির বলেছেন, পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে তারা জাতীয় স্বার্থ রক্ষা করবে।
সারাবাংলা/এমপি