Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার যে সংস্কারের কথা বলছে তা বাস্তবায়নযোগ্য নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৪:১৭ | আপডেট: ২ মে ২০২৫ ১৭:০১

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা: সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের ওপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‌’সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করে, এটাই স্বাভাবিক। সে জন্য সাংবাদিকদের চাকরি চলে যাবে, টিভি স্টেশন বন্ধ হয়ে যাবে, এমন কালচার আমরা দেখতে চাই না। আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করেছি আরেক ফ্যাসিবাদকে গ্রহণ করতে নয়। আমরা এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

তিনি বলেন, সরকারপ্রধান হিসেবে তার ওপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না। তারা যে সংস্কারের কথা বলছে, তা বাস্তবায়নযোগ্য নয়। তারা যে নতুন দল করেছে, তা পুরনো স্টাইলেই আগাচ্ছে। চাঁদাবাজি ও শোডাউনের রাজনীতি করতে গিয়ে তারা কাকের গায়ে ময়ূয়ের পালক লাগিয়েছে।

সরকারের ক্ষমতা দিয়ে দেশের মানুষের ওপর অত্যাচার চালালে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সারাবাংলা/এফএন/এনজে

জাতীয় পার্টি সরকার সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর