‘সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে’
২ মে ২০২৫ ১৫:১৬ | আপডেট: ২ মে ২০২৫ ১৯:৩৪
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
সুনামগঞ্জ: সারাদেশে শিক্ষক সংকট নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা একটা বিশেষ বিসিএসের মাধ্যমে কিছু শিক্ষক দ্রুততম সময়ে নিয়োগ করার জন্য ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই শিক্ষক সংকটের সমাধান করতে পারব।
শুক্রবার (২ মে) দুপুরে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এসব কথা বলেন।
এর আগে তিনি ৮ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশলী অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্ষায় হাওরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হয়। সেই সমস্যা সমাধানে নৌকার সার্ভিস চালু করা যেতে পারে। আমাদের প্লানের মধ্যে সবকিছু আছে। বিশেষভাবে পিছিয়ে পড়া হাওরাঞ্চল, পাহাড়ি অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছি আমরা।’
আমাদের কনস্ট্রাকশনের কাজ দেখার জন্য আমি সুনামগঞ্জে এসেছি উল্লেখ করে তিনি বলেন, ‘হাওরাঞ্চলসহ দেশের যে সমস্ত এলাকায় শিক্ষার হার কম, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা কিংবা শিক্ষা উপকরণ সংকট রয়েছে, সে সমস্ত জায়গায় বিশেষ কর্মসূচির বাস্তবায়িত হচ্ছে। সারা দেশে একই মানের শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
সারাবাংলা/এমপি