Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
প্লে-অফের দৌড়ে এগিয়ে কে, গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় কারা?

স্পোর্টস ডেস্ক
২ মে ২০২৫ ১৫:৫৫

পয়েন্ট তালিকার শীর্ষে আছে মুম্বাই

২২ মার্চ পর্দা উঠেছে আইপিএলের এবারের আসরের। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় মাস। গ্রুপ পর্বে ১০ দলের জমজমাট লড়াই এখন শেষের পথে। কোন ৪ দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পৌঁছে যাবে প্লে-অফে? কোন ৬ দলের কপাল পুড়বে গ্রুপ পর্ব শেষেই?

গ্রুপ পর্বের শেষভাগে এসে পয়েন্ট প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে ৮ দলের। ১১ ম্যাচে ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের রান রেট +১.২৭৪। প্লে-অফে খেলার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তারাই। নিজেদের ম্যাচে একটি জয় পেলেই নিশ্চিত হবে তাদের প্লে-অফ। বাকি ৩ ম্যাচের একটিতে জয় না পেলেও তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের রান রেট +০.৫২১। প্লে-অফ অনেকটাই নিশ্চিত তাদেরও। ১০ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাঞ্জাব কিংস। তাদের রান রেট +০.১৯৯। প্লে-অফে পৌঁছে যাওয়ার দ্বারপ্রান্তে আছে পাঞ্জাবও।

৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে গুজরাট টাইটানস। তাদের রান রেট +০.৭৪৮। হাতে ৫ ম্যাচ থাকায় প্লে-অফে খেলার জোরালো সম্ভাবনা আছে তাদের। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। তাদের রান রেট +০.৩৬২।

১০ ম্যাচে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। তাদের রান রেট -০.৩২৫। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের রান রেট +০.২৭১।

৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ৯ম স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের রান রেট -১.১০৩। কাগজে কলমেই বেঁচে আছে তাদের প্লে-অফে খেলার স্বপ্ন।

বিজ্ঞাপন

১১ ম্যাচে ৩ জয় ও ৮ হারে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকা চেন্নাই সুপার কিংস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সবার আগেই।

আগামী ২০ মে শুরু হবে প্লে-অফের ম্যাচগুলো। ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে হবে এবারের আসরের ফাইনাল।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ প্লে অফ মুম্বাই ইন্ডিয়ানস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর