Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে দেশি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৭:১০ | আপডেট: ২ মে ২০২৫ ১৭:১৪

পিস্তল ও গুলি উদ্ধার করে বিজিবি

বেনাপোল: বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশি পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (২ মে) দুপুর ১২ সময় বিজিবি বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ সময় কোনো অপরাধীকে আটক করা যায়নি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহলদল মেইন পিলার ২৫/১-এস এর ২১টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া নামক স্থানে ধানখেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশি পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দ দেশি পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের মাধ্যমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই

গুলি উদ্ধার দেশি পিস্তল বেনাপোল সীমান্ত ভারতীয় পিস্তল