জিয়াউর রহমান ছিলেন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা: শিমুল বিশ্বাস
২ মে ২০২৫ ১৭:২৮ | আপডেট: ২ মে ২০২৫ ২১:১৬
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশে শহিদ জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা। আমরা তাকে দেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসেবেই বিবেচনা করি।
শুক্রবার (২ মে) জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শামসুল রহমান শিমুল বিশ্বাস বলেন, গতকালের শ্রমিক সমাবেশ যে উদ্দীপনা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয়েছে, তা আমাদের আন্দোলনের শক্তি বৃদ্ধি করেছে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যেমন, যানবাহনের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আউয়াল ও সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এফএন/এইচআই