Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার: নুরুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৭:৩৫

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

ঢাকা: গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করেই দ্রুত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের দিকে যাত্রা করা উচিত।

শুক্রবার (২ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা ঠিক হবে না ।

তিনি আরও বলেন, মানবিক আশ্রয় দিয়ে বিপদে পড়েছি, এখন আবার এক মানবিক করিডরের নামে দেশকে নতুন কোনো ফাঁদে ফেলা হচ্ছে। এটি নিয়ে দলগুলো উদ্বিগ্ন ও শঙ্কিত।

সারাবাংলা/এফএন/এইচআই

গণ অধিকার পরিষদ নির্বাচন নুরুল হক নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর