Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৮:২৭ | আপডেট: ২ মে ২০২৫ ২১:১৬

সারাসহ আটক ১০ পাচারকারী

কক্সবাজার: মিয়ানমারে সাগরপথে অবৈধভাবে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২ মে) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ। এরআগে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ট্রলার ভর্তি সারসহ তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, ‘গভীর রাতে টেকনাফের সেন্টমার্টিনের সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দেন। তখন পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে ট্রলার তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। আটক করা হয় দশজন পাচারকারীকে।’

জব্দকৃত সার টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের ওই গণমাধ্যম কর্মকর্তা।

সারাবাংলা/এসআর

ইউরিয়া সার জব্দ কক্সবাজার কোস্টগার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর