আইন করে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম
২ মে ২০২৫ ১৯:২৫ | আপডেট: ২ মে ২০২৫ ২৩:৩৭
ঢাকা: আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররমে দক্ষিণ ফটকে আওয়ামী নিষিদ্ধের ও বিচারের দাবিতে সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ ধারাবাহিক হত্যাকাণ্ড করেছে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে।’
তিনি বলেন, ‘অবিলম্বে জুলাই সনদ দিতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা থাকতে হবে। যদি এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ব্যর্থ হয় তাহলে জনতার আদালতে বিচার হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে না পারা সামগ্রিক ব্যর্থতা।’
নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ১৬ বছরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। জনগণ নেমে এসেছে ছাত্রদের নেতৃত্বে।’
সারাবাংলা/এফএন/এসআর