Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীবিষয়ক কমিশন বাতিলের দাবিতে দেশ অচল করার হুমকি হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ২ মে ২০২৫ ২৩:৩৭

বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলাম

ঢাকা: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ অন্যান্য দাবিগুলো পূরণ করা না হলে সারাদেশ অচল করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

জুনায়েদ আল হাবীব বলেন, আমাদের দাবি না মানা হলে ঢাকা অচল হয়ে যাবে। আন্দোলনের মুখে হাসিনার বিদায় হয়েছে, আপনি ফুঁয়ের সঙ্গে বিদায় হয়ে যাবেন। আপনার সময় আগামীকাল পর্যন্ত, এর মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে দেশ অচল করে দেওয়া হবে। আগুন জ্বালিয়ে দেওয়া হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল; সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল; ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার; ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ সফলের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের পল্টন জোন।

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী ও মাওলানা সারওয়ার কামাল আজিজী বলেন, আগামীকাল আলটিমেটাম দেওয়া হবে। হেফাজতের নেতাদের নামে, আলেমদের নামে থাকা মামলা প্রত্যাহার এবং নারী কমিশন বাতিল না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের দাবি স্পষ্ট, তা মানতে হবে। না হলে প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর করা হবে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, পল্টন জোনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাইয়ুম সোবহানী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী প্রমুখ।

সারাবাংলা/এমএইচ/এইচআই

নারীবিষয়ক কমিশন বায়তুল মোকাররম হুশিয়ারি হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর