Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ২১:২০ | আপডেট: ২ মে ২০২৫ ২৩:৩৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬ টার দিকে কারওয়ান বাজার স্টার বেকারির বিপরীত পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার গোয়ালপাথান এলাকার বাসিন্দা। দুইদিন আগে তেজতুরী বাজার ছেলের বাসায় বেড়াতে আসেন তিনি।

পথচারী মো. নাঈম ইসলাম জানান, সন্ধ্যায় কারওয়ান বাজার স্টার বেকারির বিপরীতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. আলাউদ্দিন জানান, বিকালে তার বাবা একাই বাসা থেকে বের হযন। সন্ধ্যার দিকে জানতে পারি সড়ক দুর্ঘটনার কবলিত হয়ে তিনি ঢাকা মেডিকেল আছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবর মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার এলাকা থেকে পথচারীরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

বৃদ্ধ নিহত সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর