সুনামগঞ্জে ভারতীয় গরু ও কসমেটিকস জব্দ
২ মে ২০২৫ ২২:২৪
সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) সকালে এসব পণ্য জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৫টি ভারতীয় গরু জব্দ করে। গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় ২টি ভারতীয় গরু জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
পৃথক অভিযানে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির টহল দল ২ হাজার ৩৪১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে। কসমেটিকসের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় গরু ও কসমেটিকসগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এসআর