Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় কৃষকের প্রণোদনার সার মজুত করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ২৩:০২

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় কৃষকের প্রণোদনার সার নিজ গোডাউনে মজুত রাখার দায়ে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ এম তাসফিকুর রহমান আদালত বসিয়ে এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। এরআগে বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) কুড়ুলগাছি বাজারে অভিযান চালিয়ে ৭ বস্তা ডিএপি সার ও ৭ বস্তা পটাশ সার উদ্ধার করে।

বিজ্ঞাপন

দন্ডপ্রাপ্ত মোশারফ হোসেন কুড়ুলগাছি গ্রামের নজরুলের ছেলে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ এম তাসফিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা জরিমানা ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর