Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোমোটিভ শোতে আকর্ষণের কেন্দ্রে এসিআইয়ের ফোটন

সিনিয়র করেসপন্ডেন্ট 
২ মে ২০২৫ ২৩:৩৫

ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫

ঢাকা: জমকালো আয়োজনে চলছে ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫। শুক্রবার (২ মে) ছিল এই শোর দ্বিতীয় দিন।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-তে অনুষ্ঠিত এই আয়োজনে দর্শনার্থীদের বিপুল আগ্রহে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এসিআই মটরস এর ফোটন ব্র্যান্ড। এই স্টল ঘুরে দর্শনার্থীদের ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, এই কমার্শিয়াল অটোমোটিভ শো- ২০২৫ এর মধ্যে দিয়ে এসিআই মটরস এর ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তির সমন্বিত নতুন সিরিজ এর ফ্রিজার ভ্যান উন্মোচন করে দেশের রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট সল্যুশনে যুক্ত করল নতুন মাত্রা। এ সি আই মটরস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ কোম্পানির এর উচ্চপদস্থ কর্মকর্তারা এই ফোটন ফ্রিজার ভ্যান উন্মোচণ করেন। এ ছাড়াও ফোটন এর ১ টন, ১ দশমিক ২ টন, ১ দশমিক ৫ টন এবং ৩ টন প্রদর্শন করা হয়েছে এই আয়োজনে।

সংশ্লিষ্টরা আরও জানান, এই অটোমোটিভ শো উপলক্ষ্যে এসিআই মটরস এর ফোটন প্যাভিলিয়ন থেকে যেকোনো পিকআপ ক্রয়েই থাকছে নিশ্চিত উপহার রেফ্রিজেরেটর, স্মার্ট টিভি, স্মার্ট ফোন পাওয়ার সুযোগ। এই আকর্ষণীয় সুযোগ লুফে নেওয়ার সুযোগ থাকছে ৩ মে পর্যন্ত।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

অটোমোটিভ এসিআই মটরস এসিআইয়ের ফোটন