ভারতে ‘ব্লকড’ বাবর-আকরাম-ইমরান খান
৩ মে ২০২৫ ১১:৩২
কাশ্মীরে চলমান দ্বন্দ্বের উত্তাপটা শুরু থেকেই পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। গত সপ্তাহেই পাকিস্তানি ক্রিকেটারদের ইউটিউব চ্যানেল বন্ধ করেছিল ভারত। এবার ভারতে বন্ধ করা হলো পাকিস্তানি ক্রিকেটারদের ইন্সটাগ্রাম একাউন্ট।
গত ২২ এপ্রিলের পর ভারত ও পাকিস্তান একে অন্যের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েই চলেছে। রাজনৈতিক এই টানাপোড়নের মধ্যে পড়েছে দুই দেশের ক্রিকেটও। আগে থেকেই দ্বন্দ্বে জড়ানো ভারত-পাকিস্তান নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় ফেলছে একে অন্যের ক্রিকেটারদের।
গতকাল থেকে আরেক দফায় পাকিস্তানি ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা দিল ভারত। ইউটিউব চ্যানেলের পর এবার ইন্সটাগ্রাম একাউন্টও ব্লক করা হয়েছে ভারতে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরামসহ বর্তমান ও সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের একাউন্ট ভারতের আর দেখা যাচ্ছে না। কাশ্মীরের ঘটনায় ‘ডিজিটাল ক্র্যাকডাউনের’ অংশ হিসেবেই এমনটা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাবর-ওয়াসিমদের পাশাপাশি শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শাদাব খান, ইমাম–উল–হক, নাসিম শাহ, হাসান আলী, শান মাসুদ এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করেছে ভারত সরকার।
পাকিস্তানি ক্রিকেটারদের একাউন্টে গেলেই দেখা যাচ্ছে এমন বার্তা, ‘‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। এই কনটেন্টকে সীমাবদ্ধ রাখার আইনি অনুরোধ মেনে চলছি আমরা।’
ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘‘আমরা এই কনটেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট এলাকায় এটি স্থানীয় আইনের পরিপন্থী। তাই এই কনটেন্টটি সীমাবদ্ধ করা হচ্ছে।’
সারাবাংলা/এফএম