Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫ ১১:৩৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১৬:৪২

ত্রানবাহী জাহাজের আগুন নেভাতে পানি দেওয়া হচ্ছে টাগবোট থেকে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় মাল্টার উপকূলের কাছে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ত্রানবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন। শুক্রবার (২ মে) ভোররাতে হামলাটি ঘটে। সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। মাল্টার সরকার জানিয়েছে, মধ্যরাতের কিছু পর ‘কনসায়েন্স’ নামের জাহাজ থেকে একটি মেয়ডে কল পাওয়া যায়। জাহাজটিতে ১২ জন ক্রু এবং ৪ জন বেসামরিক ব্যক্তি ছিলেন। কাছাকাছি একটি টাগবোট আগুন নেভাতে সহায়তা করে এবং মাল্টার একটি টহল নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়। কয়েক ঘণ্টার অভিযানের পর জাহাজটি নিরাপদে রাখা হয়। তবে জাহাজের ক্রুরা টাগবোটে উঠতে অস্বীকৃতি জানায়।

বিজ্ঞাপন

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় জাহাজে তুর্কি নাগরিকও ছিলেন এবং তাদের নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য মাল্টার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তুরস্ক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘এই বেসামরিক জাহাজে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এ ঘটনায় ইসরায়েলি ড্রোনের জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, হামলার সময় ৩০ জন জাহাজে ছিলেন, যদিও মাল্টা সরকার জানিয়েছে সংখ্যাটি ছিল ১৬। তারা আরও জানায়, সম্ভাব্য বাধা এড়াতে মিশনটি গোপনে পরিচালিত হচ্ছিল।

২০১০ সালে গাজামুখী আরেকটি সহায়তা জাহাজে ইসরায়েলি হামলায় ৯ জন কর্মী নিহত হয়। এরপরও অনেক সহায়তা জাহাজকে আটকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হামাস এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস ও জলদস্যুতা বলে অভিহিত করেছে।

সারাবাংলা/এনজে

গাঁজা ড্রোন হামলা ত্রাণবাহী জাহাজ