Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১২:৪১ | আপডেট: ৩ মে ২০২৫ ১৬:৪১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

ঢাকা: গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আইয়ান বয়স দেড় বছর। এ নিয়ে দগ্ধের ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটি মারা যায়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ানের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। বর্তমানে পারভীন ৩২ শতাংশ ও তানজিলা ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। এদের সবার অবস্থা আশংকাজনক।

এর আগে, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশি ভাড়াটিয়া সিমা (৩০), পারভীন (৩৫) ও পারভীনের দেড় বছরের ছেলে আইয়ান।

আইয়ানের চাচা আরিফ হোসেন জনান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। আইয়ানের বাবা মাজহারুল ইসলাম পোশাক শ্রমিক। মা পারভীন গৃহিণী। ঘটনার দিন ছেলেকে নিয়ে তারা ঘরেই ছিলেন। হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন লেগে মা ছেলে দগ্ধ হন। আইয়ানের মা পারভীন হাসপাতালে ভর্তি আছেন।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশি রোমান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসাটিতে রান্না করছিলেন পারভীন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা পাঁচ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর