Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা হবে: আলী রীয়াজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৩:১৯ | আপডেট: ৩ মে ২০২৫ ১৫:০১

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ছয় মাসের মধ্যে কমিশন জাতীয় সনদ তৈরি করতে হবে। ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জুলাই।

‎শনিবার (৩ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎এ সময় তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল এবং জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে।

‎তিনি আরও বলেন, ‌‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আমাদের জাতি ও রাষ্ট্র হিসেব অগ্রসর হওয়ার জন্য।’

‎এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার সৃষ্টি হয়।’

‎তিনি বলেন, ‘এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন, যাতে মানুষ বলতে পারে দীর্ঘ ১৫ বছর পর ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি।’

‎বৈঠকে ফরিদুজ্জামান ফরহাদ জানান, কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টায় একমত, ২৬টায় একমত নয় এবং ২৮টায় আংশিক একমত।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জাতীয় সনদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর