Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ৩ মে ২০২৫ ১৩:৫৭

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন স্টোকসরা

২০০৩ সালে সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল দুই দল। এরপর পেরিয়ে গেছে প্রায় ২২ বছর। দীর্ঘ এই সময়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। প্রায় দুই যুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড।

রাজনৈতিক কারণে ২০০৩ সালের পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামেনি ইংল্যান্ড। শেষবার ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। দীর্ঘ সময় পর নতুন করে জোড়া লাগছে দুই বোর্ডের সম্পর্ক। আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

২২ বছর পর দুই দল সাদা পোশাকে মুখোমুখি হলেও সেই ম্যাচটি ৫ দিনের হবে না। ট্রেন্ট ব্রিজের এই টেস্ট ম্যাচটি হবে ৪ দিনের। দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটকে ৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে আইসিসি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ইংল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি ৪ দিনে নামিয়ে এনেছে আইসিসি, ধারণা করা হচ্ছে এমনটাই।

এই টেস্টের জন্য বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৩ সদস্যের দলে আছেন দুই নতুন মুখ জর্ডান কক্স ও স্যাম কুক। ২ বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন জস টাং।

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস, গুস এটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জস টাং।

সারাবাংলা/এফএম

৪ দিনের টেস্ট ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর