Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রভাষকসহ বিভিন্ন পদে চাকরির সুযোগ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৪:১০

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়।

ঢাকা: প্রভাষক এবং কর্মকর্তা-কর্মচারী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ মে পর্যন্ত।

‎আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

১. পদের নাম: প্রভাষক (অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং);

‎পদসংখ্যা: ২ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড–৯);
‎বয়সসীমা: শিথিলযোগ্য;

‎আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস/অ্যারোনটিক্যাল/মেকানিক্যাল/মেকাট্রনিক্স/স্পেস সিস্টেম) সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

‎২. পদের নাম: প্রভাষক (অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং);

বিজ্ঞাপন

‎পদসংখ্যা: ৩ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড–৯);
‎বয়সসীমা: শিথিলযোগ্য:

‎আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার/ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/স্যাটেলাইট কমিউনিকেশন/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) সংশ্লিষ্ট বিভাগে ৪ বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

‎৩. পদের নাম: সহকারী পরিচালক;

বিজ্ঞাপন

‎পদসংখ্যা: ১ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ (গ্রেড–৭);
‎বয়সসীমা: ৩৫ বছর;
‎আবেদনের যোগ্যতা:

‎*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। এছাড়া শিক্ষার কোনো স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য হবে না;

‎*পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা অথবা প্রশাসন সংক্রান্ত কাজে ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৫ বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

‎*সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) কর্মকর্তারা আবেদন করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য;

‎৪. পদের নাম: মেডিক্যাল অফিসার;

‎পদসংখ্যা: ১ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);
‎বয়সসীমা: ৩২ বছর;
‎আবেদনের যোগ্যতা:
‎*স্বীকৃত বিশ্ববিদ্যালয়/মেডিক্যাল থেকে এমবিবিএস ডিগ্রিধারী থাকতে হবে। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। শিক্ষার কোনো স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য হবে না;

‎*সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য;

‎৫. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান;

‎পদসংখ্যা: ১ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১);
‎বয়সসীমা: ৩২ বছর;
‎আবেদনের যোগ্যতা:
‎*স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/পদার্থবিদ্যা/রসায়নবিদ্যা/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। স্নাতকসহ ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

‎*যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য;

‎*সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যরাও আবেদন করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য;

৬. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা প্রসেসর;

‎পদসংখ্যা: ১ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩);
‎বয়সসীমা: ৩২ বছর;
‎আবেদনের যোগ্যতা:
‎*স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকবে হবে;

‎*কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং এ প্রতি মিনিট বাংলায় ২৫ ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে;

‎*অফিস পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কম্পিউটার ব্যবহারিক প্রোগ্রাম যেমন- এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে;

‎*বাংলা ও ইংরেজি উভয় প্রকার টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি ৫ টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হবে;

‎*৫% এর অধিক ভূলের ক্ষেত্রে কোন গতি অর্জন করেননি বলে গণ্য হবে;

‎*লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিম্নমান সহকারী/সমমান পদের চাকুরীরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

‎৭. পদের নাম: ড্রাইভার (ভারী ও মধ্যম);

‎পদসংখ্যা: ১ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫);
‎বয়সসীমা: ৩৫ বছর;
‎আবেদনের যোগ্যতা:
‎*জেএসসি/৮ম শ্রেণি/সমমান পাসসহ বিআরটিএর ভারী ও মধ্যম লাইসেন্সধারী হতে হবে;

‎*ভারী ও মধ্যম গাড়ি চালনায় ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ভারী গাড়ি চালনায় অধিক বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য;

‎*মোটর ড্রাইভিং এ সমযোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ সামরিক বাহিনী/বিজিবি/আনসার ও ভিডিপির (অব.) সদস্যরাও আবেদন করতে পারবেন এবং তাদের ক্ষেত্রেও বয়সসীমা শিথিলযোগ্য।

‎৮. পদের নাম: ড্রাইভার (হালকা);

‎পদসংখ্যা: ১ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬);
‎বয়সসীমা: ৩২ বছর;
‎আবেদনের যোগ্যতা:
‎*জেএসসি/৮ম শ্রেণি/সমমান পাসসহ বিআরটিএর হালকা লাইসেন্সধারী হতে হবে;

‎*গাড়ি চালনায় ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

‎*মোটর ড্রাইভিং এ সমযোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ সামরিক বাহিনী/বিজিবি/আনসার ও ভিডিপির (অব.) সদস্যরাও আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য;

‎৯. পদের নাম:অফিস সহায়ক;

‎পদসংখ্যা: ১ (স্থায়ী পদ);
‎বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০);
‎বয়সসীমা: ৩২ বছর;
‎আবেদনের যোগ্যতা:
‎*এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

‎*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য;

আবেদন যেভাবে:

‎*আগ্রহী প্রার্থীদের ৩১ মে ২০২৫ তারিখের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি রেজিস্ট্রার অফিসে অথবা [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে;

‎*আবেদন ফরম এখান থেকে অথবা রেজিস্ট্রার অফিস হতে সংগ্রহ করা যাবে। প্রার্থীর পদের নাম খামের উপর/ই-মেইল ঠিকানায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

‎আবেদনের ঠিকানা:

‎রেজিস্ট্রার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

‎আবেদন ফি:
‎বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর অনুকূলে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব ২০০ টাকা, ১১তম গ্রেড ১৫০ টাকা, ১৩তম-১৬তম গ্রেড ১০০ টাকা ও ২০তম গ্রেড ৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর