Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫ ১৪:১২ | আপডেট: ৩ মে ২০২৫ ১৫:০০

পহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ হিসেবে, ভারত প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। এটি পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

শনিবার (৩ মে) ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব পণ্য—চিকিৎসা সামগ্রী, ফলমূল বা তেলবীজ—যতই অনুমোদিত হোক না কেন, এখন থেকে আমদানি নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে উৎপন্ন বা রফতানি করা সব পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানিযোগ্য বা অনুমোদন থাকলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যেকোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য রুট ওয়াঘা-আটারি ক্রসিং। যা পহেলগাম হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাকিস্তান থেকে আমদানিজাত ওষুধজাত পণ্য, ফল ও তেলবীজ অন্তর্ভুক্ত ছিল। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে এটি কয়েক বছরে অনেকটাই কমেছে। প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ সালে মোট আমদানির ০.০০০১ শতাংশেরও কম ছিল।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের ভূমিতে হামলার ঘটনায় একজন নেপালি পর্যটক এবং একজন স্থানীয় পোনি গাইড অপারেটরসহ কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসীদের যোগসূত্র প্রকাশ পাওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

কাশ্মীরের পহেলগামে হামলা পণ্য আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর