Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী হেফাজতে ইসলাম: মামুনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৪:২৫ | আপডেট: ৩ মে ২০২৫ ১৬:৩৭

মহাসমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক।

ঢাকা: হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, হেফাজতে ইসলাম তথাকথিত পশ্চিমা ধ্যানধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ বা দর্শন নয়, বরং ইসলাম প্রদত্ত আল্লাহ ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। আর এ অধিকার রক্ষার জন্য আগামী মাসগুলোতে সারাদেশের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। এ নিয়ে কর্মসূচি ঘোষণা করবেন আমাদের মহাসচিব।

শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। নারী অধিকার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মামুনুল হক বলেন, নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে নারীবিষয়ক কমিশন। তারা ধর্মীয় উত্তরাধিকার ও পারিবারিক বিধবানকে নারী-পুরুষের মাঝে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ অপরাধে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরের মাথায় এসে সংবিধানসহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এ সংস্কার কার্যক্রম চলাকালীন বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্ববাদবিরোধী কোনো ধারণা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা সংবিধানে আল্লাহর ওপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহালের দাবি করেছি। এই দাবি বাস্তবায়নের জন্য আগামীতে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেটিই করবে ইনশা আল্লাহ।

মহাসমাবেশে যোগ দিতে এদিন ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

হেফাজতের চারটি দাবি হলো- ২০১৩ সালের ৫ মে, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের হত্যাকাণ্ডের বিচার দাবি, নারী অধিকার সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি।

সারাবাংলা/আরএম/ইআ

মহাসমাবেশ মামুনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর