খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে বিএনপির যৌথসভা আজ
স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৩ মে ২০২৫ ১৬:৫৯
৩ মে ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৩ মে ২০২৫ ১৬:৫৯
ঢাকা: খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে যৌথসভায় বসছে বিএনপি। শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে মহাসচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য তারিখ ৫ মে। সে অনুযায়ী রাজনৈতিক এবং নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আজকের এই বৈঠক হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রস্তুতি শুধু দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ের জন্য নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় রক্ষা করাই এর অন্যতম উদ্দেশ্য।
সারাবাংলা/এফএন/এমপি