Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউশন ফি নীতিমালা প্রণয়নসহ ১২ দাবি নিয়ে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৫:৪১

প্রেসক্লাবের সামনে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন।

ঢাকা: শিক্ষা সংস্কার কমিশন গঠন, আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা, রাজধানী ঢাকায় টিউশন ফি নীতিমালা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবক ঐক্য ফোরাম সংগঠনের ব্যানারে শনিবার (৩ মে) রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে- আইডিয়াল, ভিকারুননিসা, মনিপুর হাইস্কুলে সেনাবাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেলকে অধ্যক্ষ পদে প্রেষণে নিযুক্ত করা, দুদক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির তদন্ত করা, অবৈধ খাত সৃষ্টি করে শিক্ষকদের সব অবৈধ ভাতা বন্ধ করা, রাজনৈতিক ব্যক্তি ব্যতীত শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা, ছাত্রীদের যৌন নির্যাতনকারী শিক্ষকদের চাকুরিচ্যুত করা, সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ ১২ দাবি বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু’র সাবেক সাধারন সম্পাদক (জিএস) ডা. মোস্তাক হোসেন। আরও বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, আইডিয়াল স্কুল অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসানউল্ল্যা মানিক, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিমউদ্দিন, সহ সভাপতি ফাহিম উদ্দিন আহমেদ, ভিকারুননিসা নুন স্কুলের অভিভাবক নেতা এড. এনামুল ইসলাম রুবেল, আইডিয়াল স্কুলের অভিভাবক নেতা মশিউর রহমান, উত্তরা হাই স্কুলের অভিভাবক নেতা শরীফ সারোয়ার, আইডিয়াল স্কুল বনশ্রী শাখার অভিভাবক ফোরাম এর সাধারণ সম্পাদক শাহ আলম জয়, ভিকারুন্নেছার নেত্রী মারজানা বেগম।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

অভিভাবক ঐক্য ফোরাম টিউশন ফি নীতিমালা দাবি মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর