বৈশাখ এলেই আমরা জেগে উঠি, যেন ঘুমন্ত কোনো জাতিসত্তা হঠাৎ একদিনের জন্য কেঁপে ওঠে। আমরা বাঙালি হই, একদিনের বাঙালি। সারা বছর নীরব থাকা আত্মপরিচয়ের কণ্ঠস্বর হঠাৎ পহেলা বৈশাখে উচ্চারিত হয়। সেদিন আমরা মুখোশ পরে নাচি, গাই ‘একদিন বাঙালি ছিলাম রে!’ আজ পহেলা বৈশাখ। শহরজুড়ে লাল আর সাদা, ঢাকের বাদ্য, মুখে হাসি, হাতে পান্তা-ইলিশের প্লেট। অথচ […]
১৩ এপ্রিল ২০২৫ ১৯:৩৮