একজন মানুষ কর্মজীবনে যখন উচ্চ পদে অবস্থান করেন, তখন অধিকাংশ ক্ষেত্রে নিম্ন পদে কর্মরতদের মাঝে তিনি তার অবস্থান বুঝতে পারেন না। আর কিছু তোষামোদকারী তো তাকে সবসময় বেষ্টন করে থাকে। তাদের মিথ্যা প্রশংসার বন্যায় ভেসে গিয়ে অনেক সময় উচ্চপদস্থ কর্মকর্তা নিজেকে সবার কাছে প্রিয় এবং শ্রদ্ধেয় মনে করেন, যদিও তার আচরণ বাস্তবে হয়তো সম্পূর্ণ ভিন্ন। সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের কাছে তিনি হয়তো অত্যন্ত নিন্দনীয় একজন মানুষ।
যাই হোক, যিনি এক সময় অফিসের সর্বোচ্চ চেয়ারে বসে ছিলেন, দ্রুতই তার সেই ক্ষমতার মেয়াদ শেষ হয়ে আসে। অবসরের পর যখন সেই চেয়ার আর তার থাকে না, তখনই তিনি বুঝতে পারেন আসল বাস্তবতা। কর্মজীবনে যারা তার ভয়ে ভীত ছিল, যারা তাকে সম্মান জানাতে বাধ্য হতো, তারাই এখন তার প্রকৃত বিচারক। এই সময়টাই হলো কর্মজীবনের আসল পরীক্ষার সময়।
যদি তিনি তার পদে থাকাকালীন সময়ে নিজের ক্ষমতাকে কেবলই অন্যের ওপর খবরদারি, হেনস্থা বা সম্মানহানির জন্য ব্যবহার করে থাকেন, তবে তার অবসর জীবনটি হতে পারে চরম যন্ত্রণাদায়ক। যারা তার কাছে অপমানিত হয়েছেন, তারা আর তাকে সম্মান জানাতে বাধ্য নন। বরং সুযোগ পেলে তারা সেই অপমানের প্রতিশোধ নিতেও পিছপা হন না। তখন হয়তো তাকে অফিস সংক্রান্ত কিংবা অফিসের বাইরের অনেক কাজেও হয়রানির শিকার হতে হয়। কর্মজীবনের প্রতিটি দুর্ব্যবহারের প্রতিদান হিসেবে তিনি পদে পদে সম্মানহানি ও অবহেলার মুখোমুখি হন। যে সালামের জন্য তিনি এক সময় অন্যদের হেনস্তা করতেন, সেই সালামের পরিবর্তে এখন তাকে হয়তো অবহেলার চোখে পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায়। এমনকি, তার নাম ধরে অসম্মান করাও তখন অস্বাভাবিক নয়।
তবে এর বিপরীত চিত্রও আছে। যদি একজন কর্মকর্তা তার পদে থাকাকালীন সময়ে সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল, মানবিক এবং ব্যক্তিত্ববান হন, তাহলে তার অবসর জীবনও হয় সম্মানে ভরপুর। তিনি হয়তো পদ থেকে সরে গেছেন, কিন্তু সহকর্মীদের মনে তার প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি হয়েছে, তা অমলিন থেকে যায়। এই কর্মকর্তারা অবসরের পরেও তাদের প্রাক্তন সহকর্মীদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পান। একটি মাত্র ফোন কলেই হয়তো তার অনেক কঠিন কাজ সহজে হয়ে যায়।
এই ধরনের কর্মকর্তারা পদে না থেকেও অনেক বেশি ক্ষমতাবান হয়ে ওঠেন, কারণ তাদের সম্মান পদনির্ভর নয়, বরং তাদের ব্যক্তিত্ব ও আচরণের ওপর নির্ভরশীল। তাদের আর কাউকে জোর করে সালাম আদায় করতে হয় না। ভালোবেসে, মন থেকেই সবাই তাদের খোঁজখবর নেয় এবং সম্মান জানায়। কর্মজীবনে এই সম্মান ও ভালোবাসা অর্জন করা যে কত বড় সাফল্য, তা উচ্চপদে থাকা অবস্থায় অনেক কর্মকর্তা বুঝতে পারেন না। যখন তারা বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে যায়, কারণ কর্মজীবনের সেই স্বর্ণালি সময়টা আর ফিরে আসে না।
লেখক: যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক