Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার নেতৃত্বেই পর্যটন শিল্পের পরিপূর্ণ বিকাশ হবে

আদম তমিজী হক
২৭ সেপ্টেম্বর ২০২২ ২১:০৪

আজ ২৭ সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব পর্যটন সংস্থার ইউএনডব্লিউটিও প্রত্যক্ষ তত্ত্বাবধানে সব সদস্য দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলাদেশও যার বাইরে নয়।

২০২২ সালে বিশেষ দিবসটির প্রতিপাদ্য হলো- ‌‘পর্যটনে নতুন ভাবনা’। এবারের প্রতিপাদ্য নিয়ে কিছু কথা বলার আছে। এটি ঠিক, সাম্প্রতিককালে বাংলাদেশের পর্যটন শিল্পের অনেকটাই বিকাশ ঘটছে। এখন যে কোনো ছুটির দিন সমুদ্র সৈকত কিংবা পাহাড়ে লক্ষ করা যায় বেড়াতে আসা মানুষের উপচেপড়া ভিড়। একটা সময় বাংলাদেশে পর্যটন এলাকা বলতে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেট আর রাঙ্গামটি এলাকাকেই চিনত মানুষ। কিন্তু বর্তমানে বান্দরবনের সাজেক, কুয়াকাটা, সুনামগঞ্জের হাওর অঞ্চল, সুন্দরবন ব্যাপক জনপ্রিয়। সঙ্গে যোগ হচ্ছে নতুন নতু দুর্গম এলাকা। যা আরও বিস্তৃত করছে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা।

বিজ্ঞাপন

কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা এখনও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারছি না। অথচ পর্যটন দিবসের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। সেটি আমরা পারছি না। ইউরোপ-আমেরিকার কথা বাদ দিলেও মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এখন সারাবছর বিদেশি পর্যটকে মুখর থাকে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের বার্ষিক আয়ের একটি উল্লেখযোগ্য উৎস বিদেশি পর্যটকদের ভ্রমণ। সেই তুলনায় আমরা অনেকটাই পিছিয়ে। বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকায় যে উপচেপড়া ভিড় লক্ষ করা যায়, তার মধ্যে বিদেশি পর্যটক খুঁজে পাওয়া যায় হাতেগোনা।

দেশের পর্যটক অবশ্যই প্রয়োজন। পর্যটক খাতের আয় বাড়াতে দেশীয় পর্যটকদের অবদান অনস্বীকার্য। কিন্তু এটিও ঠিক, বিদেশি পর্যটক যত বাড়বে আমাদের বৈদেশিক মুদ্রা প্রবাহ তত বৃদ্ধি পাবে। তবে বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে দিতে হবে বাড়তি কিছু সুবিধাও। বিদেশি পর্যটকদের বিশাল অংশ মুক্তচিন্তা আর পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ। ধরা যাক, কোনো পর্যটক সে নারী কিংবা পুরুষ , কক্সবাজার সমুদ্র-সৈকতে বেড়াতে এসেছে। তারা স্বাভাবিকভাবেই সমুদ্র জলে অবগাহনে নামবে তাদের সাচ্ছন্দ্যের পোশাকে। এটি মেনে নেওয়ার মতো সমাজ আমাদের আছে কিনা সেটি নিয়ে থাকছে প্রশ্ন। স্বল্প-বসনের পর্যটকদের ‘হাঁ’ করে দেখতে উৎসুক জনতার ভিড় বিচিত্র না। এমনকি, তারা আমাদের তথাকথিত শালীন-পোশাকের সমর্থকদের রোষের মুখে পড়তে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

বিজ্ঞাপন

এছাড়া আছে হারাম-হালাল পানীয় নিয়ে সমস্যা। মুসলিম দেশ হিসেবে এই দেশে মদ-বিয়ার নিষিদ্ধ। কেউ তা প্রকাশ্যে পান করতে পারেন না। কিন্তু প্রমোদ ভ্রমণে আসা বিদেশি পর্যটকরা এই সুবিধা চাইবে। তাহলে কী করা যায়? সেই ক্ষেত্রে প্রতিটা পর্যটন এলাকায় বিদেশি টুরিস্টদের জন্য আলাদা ‘জোন’ ভাগ করে দেয়া সবচেয়ে সহজ সমাধান। যেখানে আমাদের সাধারণের প্রবেশাধিকার সীমাবদ্ধ থাকবে। বিদেশি পর্যটকরা তাদের ইচ্ছেমত স্বাধীনভাবে বিচরণ করবে। আবার পাহাড় কিংবা হাওর এলাকাতেও একই পন্থা অনুসরণ করা যায়। তাতে বিদেশিরা স্বাচ্ছন্দ্যবোধ করবে। তাদের উৎসাহ বাড়বে বাংলাদেশের পর্যটনে। এইক্ষেত্রে দুবাই কিংবা সৌদি আরবের কথা উদাহরণ হিসেবে বলা যায়। মুসলিম দেশ হয়েও তারা পর্যটকদের বিষয়ে অনেক উদার। সৌদি আরবের জেদ্দায় হালাল নাইট-ক্লাব পর্যন্ত খোলা হয়েছে।

এবার আমাদের দেশের মানুষের কথায় আসা যাক। আমরা কি আদৌ পর্যটক হতে পেরেছ? মনে হয় না। হ্যাঁ, এখন আমাদের ঘুরে বেড়ানোর প্রবণতা বেড়েছে। খানিক অবসর পেলেই আমরা ছুটে যাচ্ছি বিভিন্ন পর্যটন এলাকায়। কিন্তু সেই তুলনায় পরিবেশ সম্পর্কে সচেতনতা আমাদের নেই বললেই চলে। আমরা সমুদ্রের পাড় ভরে ফেলছি আবর্জনায়। পলিথিনসহ আমাদের নানা ব্যবহার্য সামগ্রী ফেলে আসছি পর্যটন এলাকায়। এতে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলের জীববৈচিত্র্য।

মালদ্বীপেসহ এশিয়ার অনেক দেশের সমুদ্রসৈকতে পর্যটকদের ব্যবহার্য সামগ্রী ফেলে আসা নিষিদ্ধ। তাদের নিজেদের খাবারের প্যাকেট কিংবা অন্যান্য বর্জ্য নিয়ে ফিরতে হয় সঙ্গে করে। তারপরেও যা রয়ে যায়, প্রতিদিন বেলাশেষে তা পরিচ্ছনতাকর্মীদের নিয়ে অপসারণ করা হয়। আসলে পর্যটনের মূল ভিত্তি হচ্ছে পরিবেশ। সেটি রক্ষা করতে না পারলে এক সময় মুখ থুবড়ে পড়বে আমাদের পর্যটনশিল্প।

পরিশেষে বলতে চাই, বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশে নতুন নতুন অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আর স্বপ্নের পদ্মাসেতু তো পর্যটন শিল্পে খুলে দিয়েছে অপার সম্ভাবনার দ্বার। এখন বরিশাল, খুলনার সঙ্গে সড়কপথে যোগাযোগ হয়েছে অনেক সহজ। এখন দুইদিনে কুয়াকাটা, সুন্দরবন দেখে ঘুরে আসা যায়। কিছু আগেও আসা-যাওয়ায় যে সময় লাগত। পদ্মা সেতু হওয়ার কারণে পর্যটন আরও সমৃদ্ধ হবে। এখন শুধু প্রয়োজন কিছু সাহসী সিদ্ধান্ত। যা দেশি পর্যটকদের সঙ্গে সঙ্গে আকৃষ্ট করবে বিদেশিদের। তাদের বিদেশি মুদ্রার প্রবাহ বাড়বে। আমরাও নিজেদের দাবি করতে পারব সতিকারের উন্নয়নশীল দেশ হিসেবে।

সাহসী সিদ্ধান্ত নিতে যেয়ে মুসলিম অধ্যুষিত আমাদের মানুষগুলো যেন আঘাতপ্রাপ্ত না হন। তাঁদেরকে বোঝাতে হবে যে, ফরেন জোন করে আমরা আমাদের মত থাকি, তারা তাদের সংস্কৃতি নিয়ে চলুক। তাহলেই কেবল আমরা শুধুমাত্র পর্যটন শিল্প দিয়েই যে রাজস্ব আদায় করতে পারব, তা দিয়ে বাংলাদেশের মানুষের তিন বেলা আহারের ব্যবস্থা করা যাবে। আমাদের প্রধানমন্ত্রী এরইমধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নামক সংস্থার মাধ্যমে চ্যালেঞ্জ হাতে নিয়েছে। এক যুগ পর কক্সবাজার পুরোটাই বিদেশি পর্যটকদের আকর্ষণ হয়ে দাঁড়িয়ে যাবে বলে অনুমিত হয়। দেশের অন্যান্য অঞ্চলেও জোন করা হয়েছে। সুফল আসবেই। শেখ হাসিনার নেতৃত্বেই পর্যটন শিল্পের পরিপূর্ণ বিকাশ হবে বলে মনে করার সুযোগ আছে। রাত পেরুলেই মহান এই নেত্রীর জন্মদিন। বাংলাদেশের মা তিনি। একজন সন্তান হয়ে আমি শুধু তার শারীরিক সুস্থতা কামনা করি। তিনি বেঁচে থাকলেই পথ হারাবে না বাংলাদেশ।

লেখক: রাজনীতিবিদ

সারাবাংলা/এসবিডিই/এএসজি

আদম তমিজী হক মুক্তমত শেখ হাসিনার নেতৃত্বেই পর্যটন শিল্পের পরিপূর্ণ বিকাশ হবে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর