Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসাময় হোক দুর্গোৎসব

কুদরতি কিরণ
৩ অক্টোবর ২০২২ ১৮:১১

দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব প্রতিটি বাঙালির হৃদয়ে বয়ে আনে এক অনাবিল আনন্দ। সার্বজনীন এ দুর্গোৎসব শুধু বাঙালি হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দুর্গোৎসব ঘিরে বাঙালির মধ্যে গড়ে ওঠে এক সৌহার্দ্য-প্রীতি ও মৈত্রীর বন্ধন। তবে গত কয়েক বছর ধরে সাম্প্রদায়িক দাঙ্গা চোখে পড়ার মতো বিস্তৃতি লাভ করেছে।

ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম আমাদের মারামারি দাঙ্গা ফ্যসাদ শেখায় না। আমরা নিজেরা শান্তি, শৃঙ্খলা ও যথারীতি আইন-কানুন মেনে এবং সাম্প্রদায়িক সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রেখে কোন অনাকাংখিত ঘটনা ছাড়াই এবারের দুর্গোৎসব পালিত হয় সেটাই কাম্য। বিভিন্ন এলাকায়, দুর্গা পূজা উযদাপন কমিটি ও পূজা উদযাপন পরিষদকে আমরা মুসলমানেরা সকলেই সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠুভাবে দুর্গা পূজা পালনে সহায়তা করি। ধর্মের নামে প্রতিহিংসা বন্ধ হোক, সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মানুষে ভালোবাসা ছড়িয়ে পড়ুক, ধর্মীয় গোড়ামী থেকে নিজেরা দূরে থাকি অন্যদেরও দূরে রাখি।

লেখক: শিক্ষার্থী

সারাবাংলা/এজেডএস

আমরাই বাংলাদেশ কুদরতি কিরণ দুর্গোৎসব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর