Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

সৌরভ হালদার
১৫ অক্টোবর ২০২৩ ১৮:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। তিনি ২০২৩ সালের ১৫ অক্টোবর থেকে এ পদে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ২০২০ সালের জুন মাস থেকে সহ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন।

অধ্যাপক মাকসুদ কামাল ১৯৫৮ সালের ১ জানুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, ১৯৮৩ সালে স্নাতকোত্তর এবং ১৯৮৭ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

বিজ্ঞাপন

তিনি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন এবং বেশ কয়েকটি বই এবং প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সদস্য।

অধ্যাপক মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক মাকসুদ কামালের শিক্ষক ও গবেষক হিসেবে অভিজ্ঞতা এবং তার নেতৃত্ব গুণাবলী ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

অধ্যাপক মাকসুদ কামালের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি তার লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে বলেছেন। তিনি বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নতির জন্য কাজ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

অধ্যাপক মাকসুদ কামালের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়কে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।

লেখক: শিক্ষার্থী

সারাবাংলা/এসবিডিই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মুক্তমত সৌরভ হালদার

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর