Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী উন্নয়নে বাউবির আরও অগ্রগতি প্রয়োজন

জিসান তাসফিক
২২ অক্টোবর ২০২৩ ১৬:০৮

গতকাল ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯২ সালে জাতীয় সংসদে ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২’ নামে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রায় ছয় লক্ষের মত শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করেছে। এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত পড়াশুনা করার সুযোগ রয়েছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের সপ্তম বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

বাউবির প্রতিষ্ঠার উদ্দেশ্য হল উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা প্রদান করা। অর্থাৎ শিক্ষার জন্য একজন মানুষকে প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত হতে হবে এমন বাধ্যবাধকতা নেই বরং উন্নত প্রযুক্তি ব্যবহার করে যেকোনো স্থানে বসে শিক্ষা গ্রহণ করা যাবে। উদাহরণস্বরূপ করোনাকালিন যে শিক্ষা পদ্ধতি চালু ছিল। এছাড়া টিভি ও রেডিওতে বাউবির শিক্ষকরা নিয়মিত বক্তব্যে প্রদান করে থাকে।

বিজ্ঞাপন

বাউবির দুটো বিষয় নিয়ে আপামর জনগণের মধ্যে বিভিন্ন মতবাদ দেখা যায়। সেটি হল বাউবির শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থী নিয়ে।

প্রথম প্রশ্ন : মানুষের মুখে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে বাউবির শিক্ষার্থী মূলত কারা? উত্তরটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ধারা ২ ও ৮ এ বলা আছে। ধারা দুই অনুযায়ী : বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া যে
কোনো নারী ও পুরুষ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে গণ্য হবে। এবং ধারা ৮ এ আছে,
(১) যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি পুরুষ ও মহিলা সহ সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত থাকিবে।
(২) উপধারা (১) কোনো কিছুই নারী বা সমাজের অনগ্রসর শ্রেণির কোনো ব্যক্তির নিয়োগ বা ভর্তির ক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়কে নিবৃত্ত করে বলিয়া গণ্য হবে না।

বিজ্ঞাপন

অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে বাউবি বৈষম্যহীন ভাবে যে কাউকে বাউবিতে অধ্যয়ন করার সুযোগ দিয়ে থাকে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা দিয়ে বাউবিতে পড়াশুনা করা যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের ২৮ অনুচ্ছেদের বাস্তবায়ন বাউবি আইনে ও বাস্তবতায় হয়েছে। বাউবি শিক্ষার্থী যেকোনো বয়সের যে কোনো মানুষ হতে পারবে।

দ্বিতীয় প্রশ্ন : বাউবির শিক্ষা পদ্ধতি আসলেই কেমন ? বইখুলে পরীক্ষা দেওয়া যায়? পড়তে হয় না। নকল করা যায়? কোনো ক্লাস না হলে শিক্ষার্থীরা কিভাবে শিখবে?

প্রশ্ন সবার মনে জাগ্রত হতে পারে। কেননা বাউবি কেবলই প্রথাগত শিক্ষা পদ্ধতিতে নির্ভরশীল নয়। এটি আধুনিক শিক্ষাপদ্ধতির প্রবর্তন করেছে।

উত্তরটি এই আইনের ধারা ৯ এ বলেছে,

শিক্ষাদানের বিভিন্ন কার্যক্রম সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হইবে এবং করেস্‌পন্‌ডেন্স প্যাকেজ, ফিল্ম, ক্যাসেট, টেলিভিশন অনুষ্ঠান, বেতার অনুষ্ঠান, বক্তৃতা, টিউটরিয়েল, আলোচনা, সেমিনার, পরিদর্শন, প্রদর্শন এবং ল্যাবরেটরী, ওয়ার্কশপ ও কৃষি জমিতে ব্যবহারিক শিক্ষাসহ বাস্তব শিক্ষা ও প্রশিক্ষণের অন্যান্য মাধ্যমে শিক্ষাদান ও প্রশিক্ষণ উক্ত পদ্ধতির অন্তর্ভুক্ত হইবে৷

এই বিধানকে বাস্তবে প্রয়োগ করলে দেখা যায় যে বাউবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত প্রাঙ্গণে গিয়ে অধ্যয়ন করতে পারবে অথবা যেকোনো জায়গা অবস্থান করে তড়িৎ প্রযুক্তির মাধ্যমে পাঠদান গ্রহণ করতে পারবে। উদাহরণ বাউবির ঢাকা ক্যামপাসে নিয়মিত পাঠদান হয়। আবার অনলাইনে বাউবির শিক্ষকরা একাডেমিক বক্তব্যে প্রদান করে থাকেন।

বাউবি শিক্ষার্থীদের নকলের বিষয়টি কেবলই দুর্নীতির ফল। বাউবি কারিকুলামে নকলের অনুমোদন নেই বরং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য শিক্ষা পদ্ধতির মতোই এখানে মুখস্ত ও মেধা ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে। কেবল দুর্নীতি ও রাষ্ট্রীয় শিক্ষাবিদদের শিক্ষা পরিকল্পনায় ঘাটতির ফলেই আজও বাউবির আইনের পূর্ণরূপ বাস্তবায়ন হয় নি।

আবার বর্তমানে প্রেক্ষাপটে বাউবির শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো সুযোগ সুবিধা পেয়ে থাকে না। উদাহরণস্বরূপ বাউবিতে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি নেই, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে বাউবি শিক্ষার্থীরা নেই, বিভিন্ন চাকুরীর পরীক্ষাতে বাউবির শিক্ষার্থীরা হেয়প্রতিপন্নের স্বীকার হয়ে থাকে, বাউবিতে শিক্ষার্থীদের উন্নয়নের কার্যকর কোনো ক্লাব নেই, নেই প্রাক্তন শিক্ষার্থীদের কোনো সংগঠন। যার অভাবে বাউবির শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে যথেষ্ট পিছিয়ে থাকে।

বাউবির অধিকাংশ শিক্ষার্থীরা কর্মজীবী। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীদের যে শিক্ষাগ্রহণ করতে হয় সেটি তত্ত্বীয়। কর্মজীবী শিক্ষার্থীদের কর্মবিষয়ক শিক্ষা প্রদান করা হলে সেটি উপকারী হিসেবে কাজে আসবে। তখন জাতীয় উন্নয়নে কর্মমুখি শিক্ষাব্যবস্থা বাউবি শিক্ষার্থীদের মানোন্নয়ন হবে।

লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সারাবাংলা/এজেডএস

জিসান তাসফিক শিক্ষার্থী উন্নয়নে বাউবির আরও অগ্রগতি প্রয়োজন