নিষিদ্ধ লেজার লাইট ট্রাফিক পুলিশের হাতে কেন?
৫ মার্চ ২০২৪ ১৫:৫৮
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যস্ত নগরী চট্টগ্রাম। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীও বলা হয়। বন্দরনগরী চট্টগ্রামের মেট্রোপলিটন এরিয়াগুলোর মূল সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। যাতে করে সড়কপথের শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে এবং সড়কপথে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ হয়।
লেজার লাইটে বাড়ছে দৃষ্টি হারানোর শঙ্কা। সম্প্রতি দেশের বিভিন্ন নগরগুলোতে প্রধান সড়কের মোড়ে মোড়ে পুলিশের হাতে দেখা যায় ক্ষতিকর এই লেজার লাইট। সন্ধ্যা নামার সাথে সাথেই ব্যবহার বাড়ে এই লাল-সবুজের লেজার লাইটের। ট্রাফিক পুলিশের সদস্যরা অনিয়ন্ত্রিতভাবে এই লেজার লাইটের ব্যবহারের ফলে জনসাধারণ সহ বিভিন্ন যানবাহনের চালকেরাও মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছেন।
ট্রাফিক পুলিশের অনিয়ন্ত্রিত লেজার লাইট ব্যবহারে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। চট্টগ্রামের এক রিক্সা চালক বলেন– চোখে সবুজ লাইটের আলো পড়লে রিক্সা চালাতে সমস্যা হয়। পেসেঞ্জারে বিরক্ত হয়ে বলে- কিসের লাইট মারে, চোখে লাগে। অনেকসময় দেখা যায়, লেজার লাইটের আলো পড়লে বাচ্চারা চোখ বন্ধ করে ফেলে। চট্টগ্রাম নগরীর একপথচারীর ভাষ্যমতে– লেজার লাইটের প্রভাবে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হয়। এছাড়াও রাস্তা পারাপারে বিঘ্ন ঘটে। অনেকসময় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে।
ধরেন, আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি। হঠাৎ আকস্মিকভাবে লেজার লাইটের সবুজ আলো এসে আমার চোখকে ঘায়েল করে। ততক্ষণে আমি চোখ বন্ধ করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি। এমনসব ঘটনা নিত্যদিনই ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন ব্যস্ত নগরগুলোতে হরহামেশাই ঘটছে।
সরাসরি কোনো ব্যক্তির চোখে লেজার লাইটের আলো পড়লে দীর্ঘমেয়াদী ক্ষতির পাশাপাশি চোখ অন্ধ হয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন– লেজার লাইট যদি কখনো খুব তীব্র মাত্রায় এবং দীর্ঘক্ষণ ধরে চোখে বা শরীরের অন্য যেকোনো অঙ্গে পতিত হয়, সেক্ষেত্রে চোখের মারাত্মক ধরণের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে রেটিনাতে এবং এটি অনেকসময় অন্ধত্বের কারণও হতে পারে।
সম্প্রতি লেজার লাইট প্রসঙ্গে বেসরকারি টেলিভিশন আরটিভির এক সাক্ষাৎকারে ময়মনসিংহ পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবর রহমান বলেন– লেজার লাইট ব্যবহার নিষিদ্ধ। কোনো পুলিশ সদস্য তা ব্যবহার করলে প্রয়োজনীয় প্রমাণাদির ভিত্তিতে ব্যবস্থাও গ্রহণ করা হবে। মূলত লেজার লাইট ব্যবহার করলে পথচারী এবং যারা গাড়ি চালায় তাদের সমস্যা হয়।
সর্বোপরি– সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সড়কে অনিয়ন্ত্রিত লেজার লাইটের ব্যবহার নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করতে হবে। প্রত্যাশা, অচিরেই সড়কে লেজার লাইটের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ সময়ের দাবি।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
সারাবাংলা/এসবিডিই
এস এম রাহমান জিকু নিষিদ্ধ লেজার লাইট ট্রাফিক পুলিশের হাতে কেন? মুক্তমত