Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক ই-মেইলে নেই মৌলিক সুবিধা

আল মাসুম হোসেন
৪ এপ্রিল ২০২৪ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের ফলে গবেষণা সংক্রান্ত পড়াশোনা থেকে বিদেশে স্কলারশিপ সবকিছুই সহজ হয়ে যায় শিক্ষার্থীদের জন্য। মূলত গুগল স্যুট বা জি-স্যুট অ্যাপ্লিকেশন গুলো যেখানে অর্থ প্রদান করে কিনতে হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানিক ইমেইল ব্যাবহারে ফ্রিতেই পাবেন শিক্ষার্থীরা। অর্থাৎ গুগলে বিনামূল্যে সংস্করণে অনেক সীমাবদ্ধতা থাকে যেগুলো ব্যবহার করতে অর্থ প্রদান করতে হয় কিন্তু গুগল স্যুট ব্যাবহারে নেই কোনো সীমাবদ্ধতা বা কখোনই অর্থ আলাদাভাবে প্রদান করতে হয় না। কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুগলকে অর্থ প্রদান করে থাকে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ইমেইল ঠিকানা ব্যবহার করলে কোনো সুবিধা মেলে না। শুধুমাত্র গুগল ড্রাইভে কয়েক টেরাবাইটের এক্সেস ছাড়া।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্টুডেন্ট ইমেইল ঠিকই দিয়েছে কিন্তু কোন উদ্দেশ্য তা বোধগম্য নয় কেননা প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের সাহায্যে শিক্ষার্থীরা গুগলের যে সুবিধাগুলো পাওয়ার কথা, এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ক্লাসরুম, গুগল ডক্স, এছাড়াও আনলিমিটেড স্পেস পাওয়া যায়, যা বর্তমান অনলাইনে বিভিন্ন কাজের জন্য বিশেষ প্রয়োজন। তবে শুধুমাত্র গুগল নয়,মাইক্রোসফট ৩৬৫, মাইক্রোসফট আউটলুক, হটমেইল, ইয়াহু ইত্যাদি। এছাড়াও গিটহাবে স্টুডেন্ট ডেভেলপার এক্সেস,মাইক্রোসফট অ্যাজুর,স্প্রিঙ্গার, পোর্টফলিও সাইট তৈরির সুযোগ। কিন্তু দূ:খের বিষয় হলো উপরোক্ত কোনো সুবিধা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইমেইলে পাওয়া যায় না।

এই সমস্যা নিয়ে অনেক সময় বিভিন্ন মাধ্যমে আলোচনা হলেও ফলপ্রসূ সাড়া পাওয়া যায়নি, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইলে উপরোক্ত সাইটগুলোতে সাবস্ক্রিপশনসহ অন্যান্য সুবিধা বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা। তাহলেই শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ইত্যাদির মান বৃদ্ধিসহ সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি পাবে।

লেখক: শিক্ষার্থী

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো