স্নাতকোত্তর পরিচ্ছন্নতাকর্মী ও প্রাসঙ্গিক কথা
৩১ মে ২০২৪ ১৮:৫০
সম্প্রতি এক গণমাধ্যমের ‘রেলপথের পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরি পাওয়াদের সবাই স্নাতকোত্তর’—এমন সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করা হলেও এটাকে আমি ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবেই দেখি। কেননা ‘বিসিএস বিশ্ববিদ্যালয়ের কেরানিনির্ভর ব্যবস্থায়’ এমন ঘটনা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। যেখানে পুরো চাকরির বাজারকে একমুখী করে একই স্রোতে যুগের পর যুগ ভাসিয়ে রাখা হচ্ছে, সেখানে স্নাতকোত্তর পাস করে দলবলে পরিচ্ছন্নতাকর্মী হওয়া অস্বাভাবিক কিছু নয়।
এমন অবস্থায় এদেশের চাকরির বাজারের করুণ অবস্থার কথা অনেকেই বলছেন কিন্তু প্রাসঙ্গিক কথা কাউকে বলতে দেখা যাচ্ছে না। যেসব বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি সরবারহ করছে, সে ডিগ্রিগুলোর কতটুকু ওজন আছে, কী পরিমাণ কোয়ালিটি আছে, চাকরির বাজারের জন্য এসব ডিগ্রি কি কোনো ভূমিকা রাখতে পারে—এসব প্রশ্ন কাউকে তুলতে দেখা যাচ্ছে না। অথচ সংকট সেখানেও বিরাজমান।
ব্যাঙের ছাতার মতো ঘরে ঘরে পাড়ায় পাড়ায় যে বিশ্ববিদ্যালয় নামক দোকান খুলে রাখা হয়েছে, সেগুলোর আউটকাম কী? সে প্রশ্ন কি কেউ কখনো তুলেছে?
বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে মানের ডিগ্রি প্রদান করছে, সেগুলো দিয়ে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি কেন, অনেক ক্ষেত্রে বাদাম বিক্রেতাও প্যাকেট বানাবেন না। স্নাতক-স্নাতকোত্তরের মতো এমন ডিগ্রিকে যারা আজ বেকারত্ব, বিদ্রুপ আর হতাশার মোড় বানিয়ে দিয়েছেন তাদের প্রতি জানাই ধিক্কার।
লেখক: গবেষক ও কলামিস্ট
সারাবাংলা/এজেডএস