আহ ঢাকা!
২ মে ২০১৮ ১২:০৮ | আপডেট: ২ মে ২০১৮ ১৩:৪৫
।। সিনিয়র ফটো করেসপন্ডেন্ট।।
ঢাকা: হঠাৎ করেই রাস্তাগুলো অচেনা লাগছে, তাইনা? অথচ এই রাস্তা ধরেই আমরা সবাই প্রতিদিন যাতায়াত করি। হুড়োহুড়িতে পড়ি। শাহবাগ ও ফার্মগেইটের এই ব্যস্ত সড়কগুলো ব্যস্ত জীবনের একটানা ছুটিতে যেন নিজেদের চেহারা কিছুটা হলেও দেখাতে পারছে।
১ মে, শবেবরাত, বুদ্ধ পূর্নিমা, আর সাথে চারদিনের সরকারি ছুটি পেয়ে অনেকেই গেছেন ঢাকার বাইরে। তাই, যান্ত্রিক নগরী ঢাকাও যেন কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছে। এ দৃশ্যগুলো অন্তত তাই বলছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় ফার্মগেইট এলাকার চিত্র।
বুধবার সাড়ে ১১ টায় শাহবাগ থেকে ফার্মগেইটের দিকে যাওয়ার সড়কের চিত্র।
এমন ফাঁকা সড়কে মেট্রোরেলের কাজ চললেও ভোগান্তি কম!
বুধবার দুপুর দেড়টায় মতিঝিল শাপলা চত্বর
বুধবার দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভারের দৃশ্য
ছবি: হাবিবুর রহমান, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট
সারাবাংলা/এইচআর/জেএএম