রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দেয়ালগুলো যেন আজ এক গভীর শোকের সাক্ষী। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চিরবিদায় নিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে দেশের রাজনীতিতে যেমন একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তেমনি শোকাচ্ছন্ন হয়ে পড়েছে দলটির নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।
খবরটি পাওয়ার পরপরই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ভিড় করতে থাকেন হাসপাতালে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো একবার দেখার আকুতি সবার চোখে-মুখে।
দলীয় পদের ঊর্ধ্বে গিয়েও সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। রাজনীতিতে তার ‘আপসহীন’ ইমেজ সাধারণ মানুষকে কতটা আবেগপ্রবণ করেছে, এই কান্না তারই প্রতিফলন।
এদিকে শোকের এই মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে হাসপাতালের চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের যবনিকা ঘটল। গণতন্ত্রের সংগ্রাম আর ব্যক্তিগত ত্যাগের মধ্য দিয়ে তিনি যে নাম রেখে গেছেন, তা এ দেশের মানুষের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।
এভারকেয়ারের সামনে থেকে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।