কয়লা কালো জীবন
১৭ জুলাই ২০১৮ ১৬:৩৬
এরা কয়লা শ্রমিক। নোঙর করা জাহাজ যখন অপেক্ষায় নদীর কিনারে, এরা তখন ঝুড়ি মাথায় ছুটে চলে। জীবিকার আ প্রতিদিনই একই কাজ, প্রতিদিনই পেট চালানোর মতো ন্যূনতম মজুরি। এদের জীবনে উৎসবের কোনো রঙ নেই, বর্নিল কোনো আয়োজন নেই। এদের কয়লা কালো জীবন, দিনের পর দিন এই কয়লা কালো জীবন নিয়েই যান্ত্রিক এই শহর ঢাকাতে তাদের বসবাস।
সাভারের আমিনবাজার কয়লাঘাট থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
সারাবাংলা/একে