তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে…
২৪ জুলাই ২০১৮ ১৮:৪০
আমরা কজন নবীন মাঝি, হাল ধরেছি শক্ত করে রে…
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে…
জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে…
জীবনের স্বাদ নাহি পাই
ঘরবাড়ির ঠিকানা নাই, দিন-রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই…
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে…
জীবনের রঙে মনকে টানে না
ফুলের ওই গন্ধ কেমন জানি না
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়…
রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/এমআই