তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান…
ঈদুল আজহা। আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি দিন। ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি করলেও মুমিন বান্দার লক্ষ্য লোভ-লালসা-হিংসা-বিদ্বেষের মতো কুপ্রবৃত্তিকে ত্যাগ করে খোদার নৈকট্য লাভ। সেই পশু কোরবানির আগেই তাই ঈদুল আজহার ওয়াজিব নামাজে নিমগ্ন হন মুসল্লিরা। নামাজ শেষে খোদার দরবারে দুই হাত তুলে প্রার্থনায় রত হন, যেন বিগত দিনের পাপ-তাপ মুছে ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য রেখে নতুন করে পথচলা শুরু করা যায়। তাদের প্রার্থনায় উঠে আসে মিনতি—
যে পথে তোমার চির অভিশাপ
যে পথে ভ্রান্তি, চির পরিতাপ
হে মহাচালক,
মোদের কখনও কোরো না সে পথগামী
জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদুল আজহার নামাজ শেষে খোদার দরবারে আত্মসমর্পণ করা বান্দাদের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
সারাবাংলা/টিআর