Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কংসের কারাগারে জন্ম নিলেন ভগবান


২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment
কুঞ্জবনে এসেছ শ্যাম, সুরেলা বাঁশির সুরে
কেন তুমি নিঠুর সখা এতদিন ছিলে দূরে?
মান করেছি শ্যাম কালিয়া
ভেঙেছ মোর মন।
প্রেমনদীতে ঝাঁপ দিয়েছি।
হৃদয়ে চিতার হুতাশন।
তুমি কৃষ্ণ, তুমি আলো
তাই তো তোমায় বাসি ভালো।
ওলো সখি রাধা
মম সুখ পড়িল তোর সুখে বাঁধা
শ্যাম নাই, বংশী আছে
প্রেম নদীতে রাধা ভাসে।
তুমি সখি রাধা
জনমে জনমে
কংসের কারাগারে
মা দেবকীর উদরে
জন্ম নিলেন কৃষ্ণ ভগবান।
হরে কৃষ্ণ, হরে নাম
কৃষ্ণ জন্মে ধন্য ধরাধাম।

 

রোববার উদযাপিত হয়েছে শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।

বিজ্ঞাপন

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে চলে নানা আনুষ্ঠানিকতা। মন্দির থেকে বের হয় শোভাযাত্রা।  নেচে-গেয়ে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করে শ্রীকৃষ্ণের জন্মতিথি। নানা বয়সী ভক্তের ঢল নেমেছিল শোভাযাত্রায়।

ছবি তুলেছেন সারাবাংলার জ্যেষ্ঠ আলোকচিত্রী হাবিবুর রহমান

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর