ইলিশ-যাত্রা
১২ সেপ্টেম্বর ২০১৮ ০০:০২
ইলিশের মৌসুমের প্রায় দুই-তৃতীয়াংশ পেরিয়ে গেলেও এবার জেলেদের জাল ছিল প্রায় শূন্য। প্রায় প্রতিদিনই সাগর আর মোহনা থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। এর মধ্যেই সপ্তাহখানেক হলো বদলে গেছে চিত্র। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দিতে শুরু করায় জেলেদের জালে এখন রুপালি রঙের ছোঁয়া। তাতে কর্মব্যস্ততা ফিরেছে জেলেপল্লিতে। জোয়ার-ভাটার নিয়ম মেনে তারা প্রস্তুত হচ্ছেন জাল-নৌকা নিয়ে।
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনার তীর থেকে ছবিগুলো তুলেছেন শিল্পী ও আলোকচিত্রী রবিউল হাসান।
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনার তীরে চলছে ইলিশ শিকারের প্রস্তুতি।
জোয়ারের অপেক্ষায় মেঘনা তীরের জেলেরা।
জোয়ার এলে শুরু হলো জেলেদের যাত্রা।
জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।
সারাবাংলা/এটি/টিআর