ছবির গল্পে দীপাবলি
৮ নভেম্বর ২০১৮ ১২:৪২
শ্রী শ্রী শ্যামা পূজা হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব । কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালী পূজা অনুষ্ঠিত হয়।
কালী পূজার দিন হিন্দুরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন শক্তির প্রতীক। তারা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। আর দীপাবলি অর্থ আলোর উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয় ঘোষণা করে।
শ্রী শ্রী রমনা কালী মন্দির ঘুরে ছবি তুলেছেন
আব্দুল্লাহ আল মামুন এরিন
সারাবাংলা \ এএএমএ