Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ফুলকন্যার গল্প


২৫ নভেম্বর ২০১৮ ১৬:৫০

একটা ভালো ছবির আশায় সকাল থেকে ক্যামেরা ঘাড়ে করে ঘুরছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দুপুর পেরিয়ে বিকেল,  কিন্তু ভিউ ফাইন্ডারে ধরা পড়েনি একটা ভালো মুহুর্ত। হতাশ হয়ে অফিসে ফিরে আসছিলাম। হঠাৎ দূর থেকে দেখলাম কাঁধে ক্যামেরা ঝুলানো এক ছেলের কাছে ফুল বিক্রি করছে এক ছোট্ট ফুলওয়ালী , ফুল বিক্রি শেষে খুব করে অনুনয় বিনয় করছে একটা ছবি তুলে দেওয়ার জন্য। ছেলেটা বিরক্ত হয়ে একটা ছবি তুলেতে মাত্র ক্যামেরা তুলেছে আর সেই ফুলওয়ালী এক স্নিগ্ধ হাসির সাথে শারীরিক ভঙ্গি দেখে আমি তাকিয়ে ছিলাম অনেক্ষণ । ভাবছিলাম ও এই অঙ্গভঙ্গি শিখেছে কিভাবে এই ছোট্ট মেয়ে?

দৌড়ে যেয়ে ক্যামেরা হাতে নিয়ে বললাম তুমি দাঁড়াও আমি তোমার ছবি তুলব। কিন্তু সে আর ছবি তুলতে রাজী না কারণ তার হাতে থাকা ৭ টি ফুলের মালা সন্ধ্যার আগে বিক্রি করতে হবে তা না হলে তার মা তাকে মারবে। কিন্তু আমি নাছোড়বান্দা ওর ছবি তো আমাকে তুলতেই হবে। বললাম তোমার এই ৭ টা ফুলের মালা বিক্রি করতে কত সময় লাগবে? বলল ২ ঘন্টা আমি বললাম আচ্ছা তাহলে আমি তোমার এই ৭ টা ফুলের মালা কিনে নিব যদি তুমি আমার সাথে ১ ঘন্টা থাকো সে তবুও রাজী না কারণ যদি আমি মালা গুলো শেষ পর্যন্ত না নেই তাহলে বাড়ি যেতে পারবে না আজ। আমি আগে ওর হাতে ৭০ টাকা দিয়ে বললাম এবার আমার সাথে থাকো । সে তখন একটা হাসি দিয়ে বলল চলেন আর শুরু হলো আমার ছবি তুলা।

      ছবির মেয়ে       –  তানিয়া 

     ছবির গল্প ও ছবি – আব্দুল্লাহ আল মামুন এরিন

 

সারাবাংলা/ এএমএ

 

 

 

 

 

 

 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর